গাইবান্ধা প্রতিনিধিঃ
শারীরিক ফিটনেস ভালো রাখতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝুমা’স জিম এন্ড ফিটনেস সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় পৌর শহরের প্রাণকেন্দ্রে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে শিবানী হাউসে ওই জিমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ী শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুলাল চৌধুরী। এসময় ফিটা কেটে ও কেক কর্তনের মাধ্যমে জিমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে অতিথিরা জিমের ভেতরে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ ঘুরে দেখেন।
সানোয়ার হোসেন দিপু বলেন, আমি ঝুমা রায়কে ধন্যবাদ জানাই এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের জন্য। বর্তমানে আমরা যদি শারীরিক চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি, তাহলে এটা আমাদের সুস্থতার ক্ষেত্রে অনেক বড় কাজে আসবে। এ ধরনের কাজে আগামীতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাবুলাল চৌধুরী বলেন, একজন মানুষের বেঁচে থাকার জন্য ফিটনেস দরকার। কোনো মানুষের ফিটনেস না থাকলে তার চলার গতি থেমে যায়। মানুষের ফিটনেস বাড়লে অটোমেটিক তার আয়ুও বেড়ে যাবে। যারা শরীর নিয়ে এখনো সচেতন নন, তারা সচেতন হবেন এবং নিয়মিত জিম করবেন। আশাকরি আগামীতে ঝুমা’স জিম এন্ড ফিটনেস সেন্টার আরও বড় পরিসরে কাজ করবে।
ঝুমা’স জিম এন্ড ফিটনেস সেন্টারের সত্ত্বাধিকারী ঝুমা রায় বলেন, এই জিম এন্ড ফিটনেস সেন্টার চালু করার সবাই যেভাবে আমাকে সহযোগিতা করেছে, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এর আগে আমি বগুড়ায় ও টাঙ্গাইলে ছিলাম। সেখানে এমনি জিমে গিয়ে শারীরিক চর্চা করেছি। এখানে আসার পর মনে হলো গোবিন্দগঞ্জে এ ধরনের কোন ফিটনেস সেন্টার নেই। সেই চিন্তা থেকে আমি এটা করার জন্য আগ্রহী হলাম। এখন স্বল্প পরিসরে মেয়েদের জন্য শুরু করেছি, আগামীতে বড় পরিসরে চালুর পাশাপাশি ছেলের জন্যও জিমের ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, ঝুমা’স জিম এন্ড ফিটনেস সেন্টারে এককালীন ভর্তি ফি এক হাজার টাকা এবং মাসিক ফি সাতশত টাকা মাত্র। বর্তমানে শুধুমাত্র মেয়েদের সপ্তাহে ৬ দিন (শনিবার-বৃহস্পতিবার) বিকাল চারটা থেকে জিম ব্যবস্থা চালু রয়েছে।