সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পীরগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় নির্বাচনী পার্টি অফিসে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান হাসু, আহবায়ক সদস্য সাখওয়াত হোসাইন সাব্বির, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি আরাবি, সিনিয়র সহ-সভাপতি রিফাত, সাধারণ সম্পাদক জয় রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের নির্ভীক সৈনিক রনি, মাসুম, ফাহিম, ইমন সৌদি, তোহানসহ উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, কলেজ ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা এসময় একাত্মতা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন। তারা বলেন, “পীরগঞ্জ ছাত্রদল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা দলের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সব সময় প্রস্তুত। আমাদের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।”
এই সাক্ষাৎ অনুষ্ঠানটি ছাত্রদলের ঐক্যবদ্ধ মনোভাব ও দলের প্রার্থীকে সমর্থন প্রদানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। সভায় বক্তারা রাজনৈতিক সংহতি, স্থানীয় জনসাধারণের সাথে সম্পর্ক জোরদার করা এবং আসন্ন নির্বাচনে দলের সুষ্ঠু ও কার্যকর প্রচারণা চালানোর গুরুত্ব তুলে ধরেন।
আলহাজ্ব জাহিদুর রহমান, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার জনগণের আস্থা অর্জন করেছেন এবং বিএনপির হয়ে নির্বাচন লড়তে প্রস্তুত। পীরগঞ্জ ছাত্রদলের এই সমর্থন তাকে শক্তিশালী মনোভাব ও আঞ্চলিক সমর্থন নিশ্চিত করবে।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জানান, ছাত্রদল সব সময় দলের নির্দেশনা অনুযায়ী একযোগে কাজ করবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল প্রচেষ্টা চালাবে।