খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ-এঁর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলী।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ-এঁর সাথে সৌজন্য সাক্ষাত শেষে শিক্ষকমন্ডলী শুভেচ্ছা জানান। এসময় পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান পাপুল, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম তালুকদার, রওনক জাহানারা, অমূল্য চন্দ্র, তপন কুমার রায়, আব্দুর রাজ্জাক, প্রভাষক তাহমিনা বেগম ও অফিস সহকারি ইসলাম গণি মন্টুসহ অন্যান্যরা ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষকমন্ডলী নবাগত ইউএনওকে স্বাগত ও শুভেচ্ছা জানান এবং তাঁর মাধ্যমে পলাশবাড়ী উপজেলার সেবার মান আরো বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন ছাড়াও মহিলা ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়ন কামনা করে আশাবাদ ব্যক্ত করেন।