খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা জেলা থেকে ঢাকাগামী একমাত্র সড়ক পথ হওয়া সত্ত্বেও তুলশিঘাটে দীর্ঘ দিন ধরে যানজটের সমস্যা চলছে,
তুলশিঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই চলমান যানজটে সাধারণ মানুষ ও যাত্রীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যানজট এতটাই তীব্র যে, পুলিশ ও সেনাবাহিনীও সমস্যাটির স্থায়ী সমাধান করতে পারছেন না।
স্থানীয়রা জানিয়েছেন, তুলশিঘাটের আঞ্চলিক সড়কগুলো সরু এবং অপর্যাপ্ত হওয়ায় প্রতিদিনই যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া রাস্তার ধারে দোকান-পাট ও বাজার থাকায় চলাচল আরও বাধাগ্রস্ত হয়। অযথা পার্কিং ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলকে জটিল করে তুলেছে। বিশেষ সময়, উৎসব বা বর্ষাকালে পরিস্থিতি আরও তীব্র হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন এখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটের মুখোমুখি হতে হয়। জরুরি কাজে গেলে দেরি হয়, ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাস্তা সম্প্রসারণ, বাইপাস নির্মাণ, ট্রাফিক লাইট ও সাইনবোর্ড স্থাপন, নিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা এবং স্থানীয় সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পরিকল্পিত অবকাঠামোগত ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়াই জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
তুলশিঘাটের এই সমস্যা দ্রুত সমাধান না হলে স্থানীয়দের দৈনন্দিন জীবন আরও ব্যাহত হবে এবং জরুরি সেবা পর্যন্ত প্রভাবিত হতে পারে।