খবরবাড়ি স্পোর্টস ডেস্কঃ
উত্তরবঙ্গের নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত গ্রামের এক সাধারণ দিনমজুর কৃষক পরিবারের সন্তান মারুফা আকতার। ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল তার ভালোবাসা, কিন্তু স্বপ্নের পথটা মোটেও সহজ ছিল না। দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর সীমিত সুযোগের ভেতর দিয়েই তিনি পৌঁছে গেছেন দেশের নারী ক্রিকেট দলের পেসার হিসেবে যা আজ পুরো জাতির গর্ব।
সম্প্রতি এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, “আপনার বাড়ি কি করেছেন?”
মারুফা হেসে উত্তর দিয়েছিলেন, “হ্যাঁ, করেছি।”
সাংবাদিক আবার বললেন, “উপরে তো টিন আছে?”
তখন মারুফার শান্ত, গভীর উত্তর
“ওটাই গ্রামের সৌন্দর্য।”
এমন উত্তর শুধু এক ক্রিকেটারের নয়, এক মাটির মানুষের মনের প্রতিফলন। এই কথায় ফুটে উঠেছে মাটির টান, সরলতা আর আত্মমর্যাদার এক অনন্য প্রকাশ। সোনার প্রাসাদ নয়, গ্রামের টিনের চালের নিচেই তিনি খুঁজে পেয়েছেন জীবনের সৌন্দর্য ও তৃপ্তি।
মারুফা আকতারের এই উত্তর শুধু সাংবাদিককে নয়, আমাদের সকলকেই নাড়া দেয়। শেখায় সৌন্দর্য মানে বাহ্যিক জৌলুশ নয়, বরং মন ও মূল্যবোধের আন্তরিকতা। আজ যখন অনেকেই সাফল্যের সঙ্গে নিজেদের অতীত ভুলে যান, তখন মারুফা প্রমাণ করেছেন—মূলের প্রতি ভালোবাসাই প্রকৃত গৌরব।
বাংলাদেশের নারী ক্রিকেটের এই সম্ভাবনাময় তারকার জন্য দেশজুড়ে শুভকামনার ঢেউ। মারুফা আকতার ও তাঁর মতো স্বপ্নবাজ মেয়েরা দেখিয়ে দিচ্ছেন, নিজের শিকড় না ভোলাই প্রকৃত সাফল্যের সৌন্দর্য।