খবরবাড়ি ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা চৌমাথা ফ্লাইওভারের নিচে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাজু আহমেদের নেতৃত্বে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফ উর নবী সুজন ও সাগর সরকার মিনু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল সরকার রাজু, পৌর যুবদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম এবং পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আমির ফয়সাল বাধন, ডা. মেহেদী হাসান ও ডা. জামসেদ রানা।
এ সময় বক্তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।