 
							
							 
                    খবরবাড়ি ডেস্কঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কর্মসূচীর অংশ হিসেবে ৫ দফা দাবী পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত হয়। পরে সেখান একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাও. জহুরুল হক সরকারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম ও মাও. নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, অর্ন্তর্বতীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।
জনগণের গণদাবী বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান বক্তারা।