খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারী হাসপাতাল ও বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা এলাকার সকল স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যের আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ের ওভারপাস স্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিবের সভাপতিত্বে ও পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির সহ-সভাপতি মুজাহিদ মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম তরুণ সংঘের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সরকার। অন্যান্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স-এর পরিচালক আব্দুস সালাম মাসুদ, পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহ-সভাপতি আজহারুল ইসলাম খোকন, জান্নাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানভির ওয়ালিদ শাওন, পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির সভাপতি শাহাদৎ হোসাইন সাগর, স্বেচ্ছা ব্লাড ফাইটার্স সাধারণ সম্পাদক একরামুল ইসলাম ও হাসিমুখ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুজ্জামান সরকার প্রমূখ।