সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
১৯৭৮ সালের ৩০ জুন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁ ইউনিয়নের বেলদহী গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেন আবদুস সোবহান। গ্রামের মাটিতে বেড়ে ওঠা এই মানুষটি প্রমাণ করেছেন নেতৃত্ব জন্মসূত্রে নয়, কর্ম ও সততার মাধ্যমে অর্জিত হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনুসন্ধানী, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা এক তরুণ।
শিক্ষাজীবনে তিনি প্রথমে বোদা পাথরাজ ডিগ্রি কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে, যেখানে বাংলা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক, অর্থাৎ একাধারে শিক্ষাবিদ ও সমাজচিন্তক।
তবে তাঁর প্রকৃত পরিচয় রাজনীতি নয় বরং মানুষের সেবায় নিবেদিত সমাজকর্মী হিসেবে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় আনুগত্যের চেয়ে জনগণের কল্যাণই তার রাজনীতির মূলমন্ত্র। তার ভাষায়, “রাজনীতি মানে ক্ষমতা নয়, মানুষের জন্য কাজ করার সুযোগ।”
তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলায় দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গড়ে উঠেছে নতুন এক গণআন্দোলন। তিনি বারবার বলেছেন, “জনগণের টাকায় গড়া রাস্তা, স্কুল, হাসপাতাল জনসাধারণের অধিকার; এগুলো নিয়ে কারও ব্যবসা চলবে না।” এজন্যই এলাকার চলমান সড়ক নির্মাণকাজে অনিয়ম ধরা পড়লে তিনি নির্ভয়ে মুখ খুলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছেন।
তাঁর সমাজসেবামূলক কাজও সমান প্রশংসনীয়। শীতবস্ত্র বিতরণ, বন্যা দুর্গতদের সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী আন্দোলন;এসব উদ্যোগ তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি মাদকের ভয়াল গ্রাস থেকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছেন।
রাজনৈতিকভাবে তিনি ফ্যাসিস্ট সরকারের দমননীতির শিকার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে গণঅধিকার পরিষদের মাঠে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “যুবসমাজ যদি নষ্ট হয়, রাষ্ট্রও পঙ্গু হয়ে যাবে।”
আবদুস সোবহান আগামী ঠাকুরগাঁও-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তাঁর অঙ্গীকার এলাকার কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব, এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
তিনি আজ শুধুই একজন রাজনীতিক নন ;জনতার কণ্ঠস্বর, অবহেলিত মানুষের আশা, এবং ন্যায়ের এক অবিচল সৈনিক। তার পথচলা অব্যাহত আছে মানুষের ভালোবাসা, সততা ও সাহসের শক্তিতে ভর করে, সমাজ পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে।