খবরবাড়ি ডেস্কঃ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) মহদীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মহদীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মহদীপুর ইউনিয়ন যুবদল সভাপতি খন্দকার আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক পাপুল সরকার, সহ-সভাপতি দুলু সরকার, হরিনাথপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য; গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক-এর দিক-নির্দেশনায় ঘরে ঘরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছানোসহ ৩১ দফা বাস্তবায়নের কথা গুলো তুলে ধরার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চলমান রেখেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।