হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে দেখতে যান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাডঃ ফজলে রাব্বি মিয়া।
শনিবার দুপুরে তিনি হাসপাতালে যান। এসময় ডেপুটি স্পীকার অসুস্থ আওয়ামী লীগ নেতার পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন।
আবু বক্কর সিদ্দিকের আশু আরোগ্য কামনা করে চিকিৎসায় যেনো অবহেলা না হয় সে বিষয়ে কর্তব্যরত চিকিৎসককে পরামর্শ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম সাইফুল আলম সাকাসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা। সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম