মশিউর রহমান,সাঘাটা,গাইবান্ধাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের মৃত্যু এনামুল হকের ছেলে মেহেদী হাসান(২৪) এর হত্যার রহস্য উদঘাটন সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
থানা সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাতে তার বন্ধুরা মাদক সেবন ও ক্রয়ের টাকাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে।
তার বন্ধুরা হত্যা করে মেহেদীর বড় ভাই বেলালের শয়ন ঘরের পরিত্যক্ত রুমের ধরনার সাথে রশি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
ওই রাতে মেহেদী হাসানের সাথে একই গ্রামের নিরঞ্জনের ছেলে স্বয়ন, আকবরের ছেলে শিপন, গোপালের ছেলে উজ্জলসহ ৪ জন মেহেদীর সঙ্গে গভীর রাত পর্যন্ত ‘নিশা’ নামের ইয়াবা ট্যাবলেট সেবন করে।
পরদিন (১৪ অক্টোবর) সকালে থানা পুলিশ ঘটনার বিষয় তদন্তে গেলে স্বয়ন, শিপন ও উজ্জল মিয়া সহ কয়েকজন বন্ধু মেহেদীর সাথে গভীর রাত পর্যন্ত ছিল বলে এলাকাবাসী জানান।
তখন তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসে এবং মেহেদী হত্যার কারন জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা হত্যা করেছে বলে স্বীকার করে ।
পরে মেহেদী হাসানের বড় ভাই বেল্লাল বাদী হয়ে ৪ জনকে আসামী করে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নংঃ ১৪ তারিখঃ ১৫/১০/২০২৫ ধারাঃ ৩০২/৩৪ অজু করে গ্রেফতারকৃতদের গাইবান্ধা জেলা হাজতে প্রেরণ করেছে বলে থানা সূত্রে জানা যায়।