খবরবাড়ি ডেস্কঃ জাতীয়তাবাদি দল বিএনপি গাইবান্ধার পলাশবাড়ী পৌর শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার, সহ-সভাপতি আজাদুল ইসলাম আকন্দ, অ্যাড. আব্দুল হালিম, মামুনুর রশিদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার ও সাবেক পৌর কাউন্সিল’র আজাদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেখা আবেদীন, বেগম রোকেয়া খুকি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুগ্ম আহবায়ক হানিফ সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহাদসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ধানের শীষের প্রার্থী ডা. মইনুল হাসান সাদিককে দলমত নির্বিশেষে ভোট দেয়ার আহবানসহ বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।