খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বেসরকারি এমপিওভূক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে।
এমপিওভূক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে গত রোববার ঢাকা প্রেস কাবের সামনে বেসরকারি শিক্ষকদের বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবীতে অবস্থান কর্মসূচী পালন করছিল। এসময় শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জসহ কয়েকজন শিক্ষককে আটক করা হয়। এ ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মাঠের বাজার আবু বক্কর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাসহ উপজেলার সকল বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় কর্মবিরতি পালন করা হচ্ছে।
কর্মবিরতি চলাকালে পলাশবাড়ীর শিক্ষক নেতা মাঠের বাজার আবু বক্কর সিদ্দিক ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম মুঠো ফোনে জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।