খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রোববার (১২ অক্টোবর) সকালে বিয়াম ল্যবলেটরি স্কুল এন্ড কলেজে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিয়াম ল্যবলেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।
ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় ১২ অক্টোবর থেকে গাইবান্ধার সাত উপজেলার ৯ মা থেকে ১৫ বছর বয়সী ৭ লাখ ২২ হাজার ৪শ’ ৯৬ জন শিশুদের মধ্যে পর্যায়ক্রমে এ টিকা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।