খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার উদাখালী উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. তানভীর হোসাইন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রুহুল আমিন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার এসআই আয়নাল হক, প্রধান শিক্ষক গৌতম কুমার অধিকারীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও জগৎবন্ধু মন্ডল বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা নিলে এ রোগ থেকে সহজেই সুরা পাওয়া সম্ভব। সরকারের এই উদ্যোগ স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদপে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. তানভীর হোসাইন জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচীর মাধ্যমে ফুলছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে সব টিকাদান কেন্দ্র ও টিম প্রস্তুত রয়েছে এবং জনগণের সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।