খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আগামী উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পলাশবাড়ী মডেল মসজিদের হলরুমে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম।
ঘোষণা অনুযায়ী আগামী পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদ সভাপতি আবু তালেব সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্ম পরিষদ সদস্য নাজমা বেগম।
এদিকে; পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চাঁন।