খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ কমিটির আহবায়ক হলেন সহকারি অধ্যাপক মো. একলাছুর রহমান একলাছ এবং সদস্য সচিব মো. তহিদুল ইসলাম প্রধান।
রোববার (৫ অক্টোবর) শহীদ জিয়া স্মৃতি সংসদ গাইবান্ধা জেলা শাখা ৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. মিরাজ শিকদার এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা মিয়া, যুগ্ম আহবায়ক যথাক্রমে আব্দুর রহিম, সাগর মিয়া, রাশিদুল ইসলাম, রাসেল মিয়া, মাহফুজ হাসান পাপুল, মনজুরুল ইসলাম মিলন, আজাদুল ইসলাম মন্ডল, মাসুদুর রহমান, আঃ বারী, ওমর ফারুক রানু, মশিউর রহমান লেলিন, আনোয়ারুল প্রধান ও সদস্য আমিরুল ইসলাম। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।