খবরবাড়ি ডেস্কঃ
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। দিবসটিকে যথাযথ মর্যাদায় পালনের কথা থাকলেও গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে দিবসটি শুধু আনুষ্ঠানিকতা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল। শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করা হবে। কিন্তু দিনটিতে সেভাবে কোনো তাৎপর্যপূর্ণ কর্মসূচি নেওয়া হয়নি।
ফলে অনেক শিক্ষক মনে করছেন, দিবসটি পালন শুধু দায়সারা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাদের দাবি, শিক্ষকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক উদ্যোগ গ্রহণই প্রকৃতপক্ষে বিশ্ব শিক্ষক দিবস পালনের মূল উদ্দেশ্য হওয়া উচিত।
উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সারা বিশ্বে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবি জানানোর দিন হিসেবে পালিত হয়ে আসছে।