খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) বিকেলে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মোড়ে নূরজাহান কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশী কালে দুই নারী মাদক কারবরীর কাছে বিশেষ কায়দায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি (ছয়আনি বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. আর্জিনা বেগম (৪০) এবং একই এলাকার জোবাইদুল মুন্সির স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৪২)।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।