খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সাহা’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের প্রতিবাদে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ৩ অক্টোবর শুক্রবার বিকেলে শ্মশান মাঠে এক বিশাল জনবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানের ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকাবাসী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, সভাপতি পদে থেকে দিলীপ চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম, তহবিল আত্মসাৎসহ নানা দুর্নীতি চালিয়ে আসছেন। এ সময় তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে উপস্থিত জনতা তাকে মহাশ্মশান কমিটির কার্যক্রম থেকে অব্যাহত রাখার দাবি তোলে।
সমাবেশে বক্তব্য রাখেন, মহাশ্মশানের জমি দাতা ও মহেশপুর গ্রামের বাসিন্দা রনজিত চন্দ্র সরকার,রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা ও জমি দাতা সুভাশ চন্দ্র চুনি,চন্দন কুমার দাস,সুলতানপুর বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব কুমার রায়,জমি দাতা সজল কুমার রায়,অপূর্ব কুমার রায়,প্রভাত চন্দ্র দাস,এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন,পাশ্ববর্তী পলাশগাছী গ্রামের বাসিন্দা,সমাজ সেবক ও বিএনপি নেতা শাহীন মন্ডল,সুভাষ চন্দ্র মন্ডল,রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা রনজিৎ চন্দ্র সরকার-২,সুমল চন্দ্র সরকার,উৎসব চন্দ্র মহন্ত, কাঞ্চন চন্দ্র সরকার,সুশীল চন্দ্র সরকার,আনন্দ চন্দ্র মহন্ত,সুবল চন্দ্র সরকার,উৎপল চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন,অরবিন্দু সরকার ও সজল কুমার বর্মন।
এ বিষয়ে রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সাহা বলেন, মহাশ্মশানের অর্থ আত্নসাৎ কিংবা অনিয়মের কোন ঘটনা ঘটেনি, যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনে জনবিক্ষোভ করছে মহাশ্মশান কমিটির সাথে তাদের কোন সম্প্রর্ক নেই।