সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন এবং রানীশংকৈল পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয় নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন। স্বাধীনতার পর থেকে বেশীর ভাগ সময় আসনটি আওয়ামীলীগ ও মহাজোটের দখলে ছিল। বিএনপি দুইবার বিজয়ী হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন সরগম ঠাকুরগাঁও-৩ আসনটি। এরই মধ্যে প্রার্থী চুড়ান্ত করেছেন জামায়াতে ইসলামী। প্রার্থী চুড়ান্ত করতে পারেনি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। অন্যান্য দলের প্রার্থীর সাথে এবার নতুন করে যোগ হয়েছে এনসিপি এবং গণঅধিকার পরিষদের প্রার্থী। বিএনপির ৭ জন সহ অন্যান্য দলের প্রার্থীরা এখন কম বেশী মাঠে সরব। প্রবীণদের সাথে নবীনরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এ আসনে জামায়াতে ইসলামী থেকে রানীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে । বিএনপি থেকে দলীয় প্রার্থীর আনুষ্ঠানিক নাম ঘোষণা করা না হলেও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাহিদুর রহমানের মনোনয়ন প্রায় চুড়ান্ত বলে দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সাথে কথা জানা গেছে। তিনি ছাড়াও এ আসনে বিএনপি থেকে মনোয়ন চাইবেন যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আহম্মেদ আনোয়ার, জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যরিষ্টার রোকনুজ্জামান ও রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নুর আলিফ। এনসিপি থেকে দলের যুগ্ন সমন্বয়ক ও রানীশংকৈল উপজেলার গোলাম মুর্তজা সেলিম, গণঅধিকার পরিষদ থেকে মামুনুর রশিদ নির্বাচন করতে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও অন্যান্য ইসলামী দলেরও কয়েকজনকে মাঝে মধ্যে সভা করতে দেখা যায়। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এবার নির্বাচনে অংশ নিবেন কি না এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি ।
সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জাহিদুর রহমান ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে দল থেকে নির্বাচন করে হেরে যান। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি ভোটে অংশ নিতে পারেননি। তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে রংপুর বিভাগে তিনিই একমাত্র বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । আওয়ামী সরকারের আমলে দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
রানীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীন নেতা মিজানুর রহমানকে এবার জামায়াতে ইসলামী থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি এবার জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তরুন প্রজন্মের হয়ে নির্বাচনে অংশ নিতে চান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন ও এনসিপি’র গোলাম মূর্তজা সেলিম।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৬০। এর মধ্যে নারী ১ লাখ ৬৯ হাজার ৩৯০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯৭০। সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৫৪ হাজার। এ আসনে জিততে হলে নারী ও সংখ্যালঘু ভোটারদের টানতে হবে প্রার্থীদের।