খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজবাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় সাদুল্লাপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান (মাহমুদ), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বাদ যোহর দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য ১১নং সেক্টরে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন।