খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরাতন বন্দর সনাতন যুব সংঘের মন্দির পরিদর্শন কালে তিনি স্ব-স্ব মন্দিরের পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে তিনি বলেন, উপজেলায় এবার ১৩৩ মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসবের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ মন্দির না থাকায় এবারের পূজা অনেকটা উৎসব আনন্দে উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা।
তিনি আরো বলেন, জেলা পুলিশ ইতোমধ্যে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উপজেলায় শারদীয় দুর্গাপূজা শেষ হয়।