খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক উত্তরাঞ্চল ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি ধাপেরহাট ইউনিয়নের নয়টি পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং প্রতিটি মন্ডপে আর্থিক সহায়তা প্রদানসহ পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আয়োজকদের সাথে মতবিনিময় করেন তিনি ।
নাজমুল হাসান সোহাগ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সামাজিক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
স্থানীয় পূজা উৎযাপন পরিষদ নেতারা আর্থিক সহায়তা ও পরিদর্শনের জন্য নাজমুল হাসান সোহাগকে ধন্যবাদ জানান। তারা বলেন, তার মতো তরুণ নেতৃত্বের অংশগ্রহণ সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তার সাথে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।