মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালুগাড়ী এলাকার শিশু রুপালি(৯) ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার তিন দিন অতিবাহিত হলেও এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটির মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে এবং আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এরপরও আসামী রতনকে গ্রেফতার না করায় এলাকাবাসীর মনে তীব্র প্রশ্ন তৈরি হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, একটি গুরুতর মামলায় প্রমাণ সংগ্রহ ও প্রাথমিক প্রক্রিয়া শেষ হওয়ার পরও পুলিশ আসামীকে আটক না করাটা স্পষ্ট অবহেলা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আসামীকে আইনের আওতায় না আনা হলে সাধারণ মানুষকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনায় দ্রুত আসামী গ্রেফতার না হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি ভুট্টু জানান,আসামী গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত আছে।