খবরবাড়ি ডেস্কঃ খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার, বিচার, ধর্ষণ বিরোধী আন্দোলনে আদিবাসীদের উপর সেনা ও সন্ত্রাসী হামলা, হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা সিপিবি’র সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা নেতা ছাদেকুল ইসলাম মাস্টার, রেবতী বর্মন ও আব্দুল্লাহ আদিল নান্নু প্রমুখ।
বক্তারা অবিলম্বে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী জানান। ধর্ষণের বিচারের দাবীতে আন্দোলনরতদের উপর সেনা ও সন্ত্রাসী হামলা করে হত্যা, বাড়ী, দোকানে অগ্নিসংযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.