গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত দেলুয়াবাড়ী এলাকার মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ী সহ বন্যা দুর্গত কয়েকটি এলাকা ঘুরে দেখেন এবং ২০০ পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণের ১০ কেজি করে চাল বিতরণ করেছেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ফুলছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা আব্দুল কাফী সরকার, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মন্ডল, ইউপি সদস্য নুর ইসলাম, সামছুন্নাহার, দেলোয়ার হোসেন, শিউলী বেগম, আবুল কাশেম প্রমূখ। ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বন্যাদুর্গত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং তাদের প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।