খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক) গাইবান্ধা সদর শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গাইবান্ধা সদর শাখার প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক)-এর সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, গিদারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সাহেবউল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও চাপাদহ বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুনসহ অন্যান্যরা। সভায় সদর উপজেলার মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকরা অংশ নেয়।
বক্তারা শিক্ষার কাঠামো ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.