খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে শুক্রবার এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোস্তাকিম সরকার বাবলা নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোস্তাকিম সরকার বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু, মৎস্যজীবিলীগ আহবায়ক রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অলক কুমার দেব, তৌফিকুল ইসলাম শাওন, ছাত্রলীগ নেতা আহাদুল ইসলাম সবুজ, কলেজ ছাত্রলীগ নেতা শাকিউল ইসলাম বাপ্পি প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৭ জুলাই পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।