খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদেরসভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের উপাধ্য বশির আহাম্মেদ ও গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা। অন্যান্যদের মধ্যে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কর, মাহমুদবাগ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।