মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করে যাত্রা শুরু করেছে পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর-২৫) দক্ষিনবন্দরে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে আংশিক কমিটি গঠনের মধ্য দিয়ে এই নতুন সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, চার সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে শামীম হাসান-কে সভাপতি এবং আহসানুল হাবিব হিন্দোল-কে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ সাংবাদিকদের। সামিউল ইসলাম সামি-কে সাংগঠনিক সম্পাদক এবং মেহেদী হাসান-কে অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
কমিটি গঠনের পর নতুন সভাপতি শামীম হাসান বলেন, “পলাশবাড়ীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে স্থানীয় সংবাদ পরিবেশনকে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি, খুব দ্রুতই আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের কার্যক্রমকে বেগবান করতে পারব।”
সাধারণ সম্পাদক আহসানুল হাবিব হিন্দোল বলেন, “এই প্রেসক্লাব হবে পেশাদার সাংবাদিকদের এক মিলনক্ষেত্র। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা সমাজ ও দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।”
নতুন এই প্রেসক্লাবের যাত্রা প্রসঙ্গে পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ অপসাংবাদিকতার ভিরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুক সেটাই প্রত্যাশা রইলো।”
স্থানীয় আরো অন্যান্য সাংবাদিকগণ আশা করছেন, এই নতুন প্রেসক্লাবটি পলাশবাড়ীতে সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বৃহত্তর পরিসরে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।