খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাঁসিতলা বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা শিল্প মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু। এসময় গোবিন্দগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।