খবরবাড়ি ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাডী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ চন্দ্র সাহা, প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা নেতা মাসুদ রানা শেখ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, উপজেলার পূজামন্ডপ সমুহের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।