খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী আল-আমিনকে (৩০) আটক করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মোড়ে বনফুল হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর তয়েজ এন্টারপ্রাইজ একটি যাত্রীবাসে তল্লাশি কালে দু’টি স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে পড়ানো ৪ কেজি শুকনা গাঁজা জব্দসহ তাকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।