খবরবাড়ি ডেস্কঃ ২৮ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সাম্প্রায়িক সম্প্রীতির বন্ধন আরো দৃঢ়, জোরদার করার আহব্বান জানিয়ে র্যালী ও সংগঠন কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরে র্যালীটি সংগঠন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ ও আন্দোলন সম্পাদক লুনা ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘসময় ধরে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতা ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সবসময়ই সকল জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করে চলছে।