খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মো. জহুরুল হক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, গণিত বিভাগের মোশাহেদুল ইসলাম, আইসিটি বিভাগের শাফিউর রহমান চৌধুরী, ভূগোল বিভাগের একেএম ফেরদৌস আলম, বাংলা বিভাগের শাহনাজ পারভীন ও পদার্থ বিভাগের আলহাজ্ব ইউনুস আলী সরকার প্রমুখ। অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।