খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নির্বাচনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি প্রবর্তনের দাবিসহ রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানানো হয় এ সমাবেশে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বটতলা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আলহাজ অ্যাড. আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলছড়ি থানা শাখার সভাপতি হাফেজ মাও. আবুল কালাম আজাদ।