সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
সরক্ষিত চন্দ্র রায় (জন্ম ১৯৬২) কেবল একজন জনপ্রতিনিধি নন, তিনি একজন কৃতী শিল্পীও। ১৯৮৭ সালে সাগুনী মণ্ডপে প্রতিমা নির্মাণের মাধ্যমে তিনি তাঁর শৈল্পিক যাত্রা শুরু করেন। প্রতিমা গড়ার এই দীর্ঘ পথে তিনি অগণিত ভক্ত ও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রতিবছর গড়ে তিনি চারটি প্রতিমা, কালী প্রতিমাসহ প্রায় আড়াই শতাধিক প্রতিমা তৈরি করে এসেছেন বিগত চল্লিশ বছর ধরে যা কেবল শিল্পকর্ম নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত রাখার এক অনন্য প্রয়াস। তাঁর নিপুণ হাতে মাটির প্রতিমা পায় প্রাণ, ভক্তদের মনে জাগায় ভক্তি ও আনন্দ।
তবে সরক্ষিত চন্দ্র রায় শুধু শিল্পের জগতে সীমাবদ্ধ নন। তিনি সমাজ ও মানুষের সেবায়ও নিবেদিত। ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সাল থেকে পুনরায় দায়িত্ব গ্রহণ করে আজও তিনি জনগণের আস্থাভাজন হয়ে কাজ করে যাচ্ছেন। দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তাঁর কার্যক্রম গ্রামীণ উন্নয়ন, সেবা এবং নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।
শিল্পী ও জনপ্রতিনিধির এই সম্মিলিত পরিচয় তাঁকে বিশেষভাবে আলাদা করেছে। মাটির প্রতিমায় যে সৃজনশীলতা তিনি ফুটিয়ে তোলেন, জনগণের সেবায়ও সেই আন্তরিকতাই প্রতিফলিত হয়। সরক্ষিত চন্দ্র রায় নিঃসন্দেহে এমন এক প্রতিভাধর ব্যক্তিত্ব, যিনি শিল্প, সংস্কৃতি ও সমাজসেবার মাধ্যমে হয়ে উঠেছেন স্থানীয় মানুষের অনুপ্রেরণা।