খবরবাড়ি ডেস্কঃ বিভাগীয় লেখক পরিষদ-রংপুর, গাইবান্ধা জেলা কমিটির সভা ও সাহিত্য পাঠের আসর গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোদাচ্ছেরুজ্জামান মিলুর সভাপতিত্বে আলোচনা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১ ডিসেম্বর কেন্দ্রীয় ভাবে রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন নিয়ম কানুন ও সম্মেলনের রেজিস্ট্রেশন বিষয়ক আলোচনাসহ সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়। শাহনাজ আমিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু। আরো বক্তব্য রাখেন সাহিত্যিক মমতাজ বেগম রেখা, সাংবাদিক ও সাহিত্যিক রেজাউল হক মিতা, সাহিত্যিক অ্যাড. কাসেম ইয়াসবীর, কবি নাসরিন রেখা, সাহিত্যিক মানিক বাহার, সাহিত্যিক আহসানুল হাবিব মন্ডল, কলেজ শিক্ষক শাহনাজ পারভিন শেলী, সাহিত্যিক ও সাংবাদিক সালাহউদ্দিন কাসেম।
আলোচনায় বক্তাগণ বিভাগীয় লেখক পরিষদ-রংপুর, গাইবান্ধা জেলা কমিটির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কবিতা পাঠ করেন নিয়াজ আকতার, শাহানা আক্তার মিতা, নিশাত পারভীন, বিশ^জিত কুমার, শুভ দ্বীপ ও জান্নাত মনি।