খবরবাড়ি ডেস্কঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহামুদুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেক, সদস্য মিল্লাত সরকার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম ফিরোজ কবির, হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসাইন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হরিনাথপুর ইউনিয়ন যুবদল সভাপতি আদনানুল ইসলাম মারুফ, সদস্য সচিব আশরাফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশটির সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ। সমাবেশ শেষে মো. রঞ্জু মন্ডলকে হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের হআহবায়ক ঘোষনা করা হয়।
বক্তব্যে বলেন, আগামী নিবার্চনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।