খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময় উপজেলা কৃষি কর্মকর্ত মো. সাজ্জাদ হোসেন সোহেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন, কৃষি সম্প্রসারণ অফিসার স্বর্ণা সাহা টুসি, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি কিশেরাগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মঞ্জুর হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় মাসকালাই ফসলের জন্য ১শ’ ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকালাই ডালের বীজ, ডিএপি ১০ কেজি এবং এমওপি ৫ কেজি সার বিতরণ করা হয়।