খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামসুল হক মন্ডলের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চকচকিয়া গ্রামে তার বাড়ির পাশে একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য শামছুল বেশ কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাদের ধারণা এ কারণেই হয়তো বা আত্মহত্যা করেছেন।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন বলেন, দরিদ্রতার কারণে সাবেক ওই ইউপি সদস্য আত্মহত্যা করেছেন।
সাঘাটা থানা অফিসার ইনচার্জকে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য কয়েক দফা মেবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।