খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
পৌরশহরের পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই হারুনর রশিদের নেতৃত্বে এসআই অনিমা রায়, এএসআই বদিউজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স হক এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাসে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় রেখা ও রুবিনা নামের দুই নারীর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নারীর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।