খবরবাড়ি ডেস্কঃ নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক মাসিক নিয়মিতকরণের (এমআর) গুরুত্ব নিয়ে স্থানীয় সংশ্লিষ্ট অংশীজনের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) এই নেটওয়ার্কিং-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম।
আরএইচস্টেপ এর পরিচালক (প্রোগ্রাম) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের মো. ইউনুস আলী ও ওয়ার্ল্ড ভিশনের উত্তম দাস প্রমূখ। অনুষ্ঠানে আরএইচস্টেপ গাইবান্ধা জেলার কার্যক্রম ও উক্ত প্রোগ্রামের বিষয় নিয়ে উপস্থাপন করেন আরএইচস্টেপের (প্রোগ্রাম) উপ-পরিচালক ডা. এলভিনা মুস্তারী এবং ম্যানেজার মো. তৌফিক উল করিম চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে আরএইচস্টেপ গাইবান্ধা জেলা ইউনিট ম্যানেজার মো. এনামুল হক, জেলা সমাজসেবার উপপরিচালক মো. ফজলুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাহফুজার রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান ছাড়াও সিভিল সার্জনের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক উপস্থিত ছিলেন।