খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান মন্ডল-এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বরিশাল কাসটার আয়োজনে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বরিশাল কাস্টারের ইউএপিইও রাবিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর। অন্যান্যদের মধ্যে
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হাছান, ফিরোজ কবির আকন্দ, ফেরদৌসি বেগম ও আব্দুল হাই মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিম সরকার।
উল্লেখ্য; উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল পারিবারিক প্রয়োজনে আবেদনের প্রেক্ষিতে তার এ বদলী হয়েছে। পরবর্তী কর্মস্থল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।