খবরবাড়ি ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকায় মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণ ভাবে স্থানীয় চৌমাথা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশি বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাল্লিব সরকার বকুল, সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিক্সন, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিকদলের আহবায়ক রাজু শেখ, সদস্য সচিব শাহিন মিয়া,পৌরসেচ্ছাসেক দল আহবায়ক শামীম রেজা, সদস্য সচিব এমরান মিয়া, উপজেলা তাঁতী দলের আহবায়ক মিলন মিয়া, পৌর তাঁতী দলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব নুর আলম, পৌর সৎস্য জীবিদল আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল মিয়া, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত ও সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা বিএনপিকে ফ্যাসিবাদ বিরোধী একমাত্র দল আখ্যায়িত করে বলেন, জেলা ও উপজেলা বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কোনো নেতাকর্মী যেন এ ধরনের চক্রান্তকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।জুলাই বিপ্লবে দলের অবদান স্মরণ করে তারা অভিযোগ করেন, স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।