খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানে মহাসড়কের উপর মাদক বিরোধী অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আল-আমিন পরিবহনের একটি বাসে তল্লাসী কালে ৩ কেজি গাঁজাসহ দু’জন যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের বুলবুল হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (১৯) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে নাহিদ ইসলাম (২০)।
জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ জানান, অত্রাফিসের পরিদর্শক মোস্তফা জামান-এর নেতৃত্বে বাস থামিয়ে তল্লাসী কালে ওই দুই যাত্রীর শরীরে গাঁজা রাখা অবস্থায় পাওা যায়। পরে তাদের কাছে রাখা ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।