খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ওসমানেরপাড়া গ্রামের আসাদুল শেখের আসিফ মিয়া (২০) এর সাথে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের (১৮) বছরের এক মেয়ের বিয়ে হয়।
বিয়ের বাসর রাতে স্বামী আসিফ মিয়ার সহায়তায় গণধর্ষণ করলে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সরাসরি জড়িত ও সহযোগীতা করার অভিযোগে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মহিমাগঞ্জ-সাহেব বাজার এলাকা থেকে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আসাদুল শেখের ছেলে বর আসিফ মিয়া (২০), একই গ্রামের বিদ্যুৎ শেখের ছেলে মমিনুল ইসলাম (১৮), একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে মানিক মিয়া (১৮), দুলু মন্ডলের ছেলে মাহিদ মন্ডল (১৮), গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক মিয়া (২২), মহিমাগঞ্জ বামন হাজরা গ্রামের এনামুল শেখের ছেলে মারুফ ইসলাম (১৮), একই গ্রামের আইনুল শেখের ছেলে নয়ন ইসলামকে (২০) আটক করে। পরে ঘটনাস্থল সাঘাটা এলাকা হওয়ায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।