খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়াকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
কৃষি অফিসের হলরুমে এ অনুষ্ঠানে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এনামুল কবির তুহিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপ-সহাকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, শামিউল ইসলাম আল আমিন, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র সাহা, ছোলায়মান সরকার, সাইফুল ইসলাম, সাজু মিয়া, সুমন সরকার, বিদু ভূষণ সরকার ও গোলাপ সাহাসহ অনেকে।
আলোচনা শেষে বিদায়ী অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়য়াকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা করা হয়।